বাংলাদেশ নারীদলের সাথে ১ম ওয়ানডেতে বাংলাদেশকে ৯ উইকেটে পরাজিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের দেওয়া ১৯৮ রানের লক্ষ্য ১১০বল বাকি রেখেই পূর্ণ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
এদিন শুরুতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটামুটি ভাল করলেও স্থায়ী হয়নি প্রথম জুটি। দ্বিতীয় উইকেটে জুটি গড়েন মুর্শিদা এবং শারমিন। মুর্শিদা ৪০ রানের ইনিংস খেলেন, শারমিন ৪২ রানের। সেই সাথে সুবহানা মুশতারির ৩৫ রানে ভর করে ১৯৮ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ডটিন।
জবাবে ব্যাট করতে নেমে বেশ দুর্দান্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটির বিধ্বংসী ব্যাটিংয়ে ১৬৩ রানের পার্টনারশিপ হয়। যা দলের জয় অনেকটাই সহজ জরে দেয়। অধিনায়ক ম্যাথিউজ ৯৩ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। জোসেফ ৭৯ বলে ৭০ রানের ইনিংস খেলেন। মাত্র ৩১.৪ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করে উইন্ডিজ। যার ফলে ৯ উইকেটে জয় পায়। দলের হয়ে ১টি উইকেট নেন জোসেফ।