বর্ডার-গাভাস্কার ট্রফিতে পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট দল ও খেলোয়াড়দের শৃঙ্খলা, একতা ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে বিসিসিআই। নতুন নিয়ম অনুসারে, জাতীয় দলের জন্য বিবেচনায় থাকা এবং কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত থাকতে হলে বাধ্যতামূলকভাবে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতে হবে।
এই নির্দেশনা আসাতে প্রায় ১২ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরবেন বিরাট কোহলি। দিল্লির কোচ সরনদীপ সিং নিশ্চিত করেছেন, আগামী ৩০ জানুয়ারি রঞ্জি ট্রফিতে রেলওয়ের বিপক্ষে দিল্লির হয়ে মাঠে নামবেন কোহলি। উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে কোহলিকে ২০১২ সালে শেষবার দেখা গেছে।
বর্ডার-গাভাস্কার ট্রফির পর ইনজুরি ও ফর্মহীনতায় সমালোচনা হয় কোহলিকে নিয়ে। ৮ জানুয়ারি ইনজেকশন নিলেও ঘাড়ের ব্যথা পুরোপুরি এখনি সেরে ওঠেনি। তাই ২৩ জানুয়ারি ম্যাচে তাকে দেখা যাবেনা। তবে রঞ্জি ট্রফিতে ইতোমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছেন রোহিত শর্মা, শুবমান গিল, এবং রবীন্দ্র জাদেজা।
এদিকে, ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রেলওয়ের বিপক্ষে ম্যাচের পর ভারতীয় স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন তিনি।