দিনের দ্বিতীয় ম্যাচে খুলনাতে ৭ রানে পরাজিত করেছে বরিশাল। বরিশালের দেয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬০ রানেই থেমেছে বরিশাল।
শুরুতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। তামিম এবং মালান ফেরেন শূন্য রানে। মুশফিকও ক্রিজে টিকতে পারেননি। চতুর্থ উইকেটে রিয়াদকে নিয়ে জুটি গড়েন হৃদয়। যদিও এরপর আর বড় কোন জুটি হয়নি। হৃদয়ের ব্যাটে ৩৬ রান। রিয়াদের ব্যাটে ৫০ রান এবং রিশাদের ব্যাটে ৩৯ রানের ইনিংসে ভর করে বরিশাল ১৬৭ রানের মাঝারি সংগ্রহ পায়। দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মিরাজ।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে এক উইকেট হারালেও পরে ম্যাচে ফেরে খুলনা। দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে খুলনা। যদিও এরপর আর কেউ জুটি গড়তে পারেননি। নাঈম শেখ ৭৭ রান এবং মিরাজ ৩৩ রানের ইনিংস খেলেন। খুলনা খুব কাছে গিয়েও ৭ রানের ব্যবধানে পরাজিত হয়। দলের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন জাহানদাদ।