Google search engine

দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামকে ৮ উইকেটে পরাজিত করেছে ঢাকা। চট্টগ্রামের দেয়া ১৪৯ রানের লক্ষ্য সহজেই টপকেছে ঢাকা।

শুরুতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে চট্টগ্রাম। তবে প্রথম জুটি পর আর বড় কোন জুটি হয়নি। নাঈম ইসলাম সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন। বাকিরা খুব একটা সুবিধা করতে পারেননি। চট্টগ্রামের ইনিংস থামে ১৪৮ রানে। দলের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন মোসাদ্দেক এবং অপু।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ ভালো শুরু করে ঢাকা। যদিও মাঝপথে লিটন এবং মুনিম এর উইকেট হারায় ঢাকা। তবে তামিমের ৯০ রানের ইনিংসে ভর করে বেশ সহজেই কাঙ্ক্ষিত লক্ষ্য পাড় করে ঢাকা। ঢাকা ৮ উইকেটে জয় পায়। দলের হয়ে ১টি করে উইকেট নেন আলিস এবং তালাত।

Google search engine