
ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫ইং এর চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ফেনী দলকে ১৪৭ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে খাগড়াছড়ি দল। খাগড়াছড়ির দেয়া ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮০ রানেই গুটিয়ে যায় ফেনী দল।
সকালে টসে জিতে ব্যাটিংয়ে যায় খাগড়াছড়ি। ব্যাটিংয়ে নেমে অধিনায়ক উইকেটরক্ষক ব্যাটার কাউসার আহমেদের শতরানের ইনিংসে বেশ ভালো সংগ্রহ পায় খাগড়াছড়ি।
১২১ বলে ১২টি চারসহ ১০৮ রানের ইনিংস খেলে কাউসার। যা বিসিবি কর্তৃক আয়োজিত যেকোনো টুর্নামেন্ট এ খাগড়াছড়ি জেলার পক্ষে প্রথম।
বাকিরা যদিও খুব একটা প্রত্যাশা পূরণে সক্ষম হয়নি। তবে ২২৭ রানের সংগ্রহ নিয়ে মাঠ ছাড়ে খাগড়াছড়ি। ফেনী দলের হয়ে ৩টি করে উইকেট নেন সাফওয়ান এবং আবিদ।
জবাবে ব্যাট করতে নেমে দিনটি ভালো যায়নি ফেনীর। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা ইনিংস ২৭.৩ ওভার পর্যন্ত গেলেও ৮০ রানেই থেমেছে ফেনীর ইনিংস। রানসংখ্যায় ২০এর গন্ডি পেরুতে পারেনি কেউই। দুর্দান্ত বোলিং স্পেল নিয়ে ফেনীকে রুখে দিয়েছে খাগড়াছড়ির বোলাররা। সবচেয়ে আকর্ষণীয় বোলিং স্পেল ছিলো মনন চাকমার।
৭.৩ ওভার বোলিং করে ৫ওভার মেইডেন দিয়ে কেবল মাত্র ২রান খরচা করে ৭টি উইকেট তুলে নিয়েছে মনন। খাগড়াছড়ি ১৪৭ রানের বড় ব্যবধানে জয় পায়।