Google search engine

ভারত ও পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পড়েছিলো পাকিস্তান। প্রথম দিকে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত বোলিংয়ে ২৪১ রানের বেশি এগোতে পারেনি তারা।

পাকিস্তানের ব্যাটিং সংগ্রাম

টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে খুবই ধীরগতিতে আগাতে থাকে তারা। তবে সাকিল খান আগ্রাসী ভঙ্গিতে খেলা শুরু করেন। ৭৬ বলে ৬২ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। বাকিরা আসা-যাওয়ার মিছিলে যোগ দেন।

তৈয়্যব তাহির বরাবরই ব্যর্থ। সালমান আলী আঘা ও খুশদিল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সুবিধা করতে পারেনি। শাহীন আফ্রিদিও ফিরেন দ্রুত। কুলদীপ হ্যাটট্রিকের পথে থাকলেও সম্ভব হয়নি। শেষের দিকে খুশদিলের ৩৮ রানের ইনিংস কিছুটা আশা জাগালেও পাকিস্তানের ইনিংস থেমে যায় ২৪১ রানে। ভারতের হয়ে কুলদীপ যাদব ৩টি ও হার্দিক পান্ডিয়া ২টি উইকেট নেন।

ভারতের জবাব

২৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত বেশ ভালোই শুরু করে। প্রথম উইকেট জুটিতে বেশ ভালো সংগ্রহ আসে। রোহিত ৪৮ রান এবং গিল ফিফটি করেন। এরপর বিরাট কোহলি ও কেএল রাহুল দলকে জয়ের পথে নিয়ে যান। কোহলার শতকে ভারতের জয় সহজ হয়ে যায়। ভারত ৬ উইকেটে জয় লাভ করে।

সবশেষে, পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধারাবাহিকতা রাখতে ব্যর্থ হলেও তাদের বোলিং কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল। তবে ভারতের ব্যাটিং শক্তির সামনে তারা সুবিধা করতে পারেনি। কুলদীপ যাদবের দুর্দান্ত স্পিন ও হার্দিক পান্ডিয়ার কার্যকর পেস বোলিংয়ের জন্যই পাকিস্তানের ইনিংস বড় হয়নি, আর সেটাই ভারতের সহজ জয়ের পথ সুগম করেছে।

Google search engine