Google search engine

 

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে কিউইদের বিপক্ষে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সাথে সঙ্গী হিসেবে বিদায় নিয়েছে স্বাগতিক দল পাকিস্তান। বাংলাদেশের জয়ের উপর পাকিস্তানের ভাগ্য নির্ভর করছিলো। একটা সুযোগ ছিল বাংলাদেশের জন্যও।

রাওয়ালপিন্ডিতে ব্যাটিং সহায়ক উইকেটে ২৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। যা কিউইদের জন্য খুব বেশি ছিলোনা। রাচিন রবীন্দ্রের দুর্দান্ত শতক ও টম লাথামের অর্ধশতকে ভর করে বেশ সহজ জয়ই পেয়েছে কিউইরা।

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত পাওয়ার প্লেতে ৫৮ রান তোলেন। তবে নবম ওভারে ব্রেসওয়েলের বলে ২৪ রান করা তানজিদ ক্যাচ তুলে দিয়ে বিদায় নিলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর মিডল অর্ডারে মিরাজ (১৩), তাওহীদ হৃদয় (৭) ও মুশফিকুর রহিম (২) ব্যর্থ হন।

অধিনায়ক শান্ত দায়িত্বশীল ব্যাটিং করলেও শেষ পর্যন্ত ১১০ বলে ৭৭ রান করে আউট হন। জাকের আলী (৪৫) ও রিশাদ হোসেন (২৬) শেষ দিকে দলের রান ২৩৬ পর্যন্ত নিয়ে যান। কিউইদের হয়ে ব্রেসওয়েল সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন।

রাচিন-লাথামের ব্যাটে সহজ জয় নিউজিল্যান্ডের

২৩৭ রানের লক্ষ্য তাড়ায় কিউইরা শুরুতেই দুই উইকেট হারায়। তাসকিন আহমেদের বলে উইল ইয়াং (০) বোল্ড হয়ে ফিরেন। এরপর কেন উইলিয়ামসনও (৫) নাহিদের বলে ক্যাচ দেন। এরপর রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে প্রতিরোধ গড়ে তোলেন। মুস্তাফিজের স্লোয়ারে কনওয়ে (৩০) আউট হয়ে ফিরলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন রাচিন ও লাথাম।

রাচিন দুর্দান্ত ব্যাটিং করে ৯৫ বলে শতক করেন এবং শেষ পর্যন্ত ১১২ রান করে আউট হন। লাথামও ৫৫ রান করেন। পরবর্তীতে গ্লেন ফিলিপস ও ব্রেসওয়েল বাকি কাজ শেষ করে ৪৬.১ ওভারে ২৪০ রান তুলে জয় নিশ্চিত করেন।

বাংলাদেশের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড ও ভারত

এই জয়ের ফলে দুই ম্যাচে জয় তুলে ‘এ’ গ্রুপ থেকে নিউজিল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে, পাকিস্তানের মতোই এক ম্যাচ বাকি রেখেই বিদায় নিয়েছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৩৬/৯ (৫০ ওভার) – শান্ত ৭৭, জাকের ৪৫; ব্রেসওয়েল ৪/২৬
নিউজিল্যান্ড: ২৪০/৫ (৪৬.১ ওভার) – রাচিন ১১২, লাথাম ৫৫; মুস্তাফিজ ১/৪২

Google search engine