
পাকিস্তান সুপার লিগে (PSL) অভিষেক ম্যাচেই বল হাতে চমক দেখিয়েছেন বাংলাদেশের উদীয়মান লেগস্পিনার রিশাদ হোসেন।
রিশাদ হোসেন – তরুণ এই তুর্কি নজরে এসেছেন আরও আগে। যদিও দেশের জার্সি গায়ে। তাকে নিয়ে নানা সম্ভাবনার কথা হচ্ছিলো। কিন্তু রিশাদ যেন একেবারেই গুটিয়ে থাকা একজন হিসেবে সবসময় নিজেকে দেখিয়েছেন, একেবারে সাদামাটাভাবে। আর এখানেই যেন রিশাদ সবথেকে আলাদা।
বিপিএলের কারণে খেলা হয়নি বিগব্যাশ লীগ। আক্ষেপতো কিছুটা ছিলোই। তবে হতাশ হননি রিশাদ। আর পিএসএলে গিয়ে অভিষেক ম্যাচেই যেন প্রমাণ দিলেন তার সামর্থ্যের। বিদেশের মাটিতে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে নেমেই বল হাতে ৪ ওভারে ৩১ রান দিয়ে তুলে নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। তার মধ্যে অন্যতম শিকার ছিলেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার রাইলি রুশো।
রিশাদের এই স্পেল ছাড়াও তার প্রতিটা স্পিনেই আত্মবিশ্বাসের রেখা ফুটে উঠেছিলো বেশ ভালোভাবেই। তার প্রতিটি লেগব্রেক ও গুগলি বিপক্ষ ব্যাটারদের বিপাকে ফেলেছে। এই স্পেলে রিশাদ শুধু পিএসএলে নিজেকে সেরা প্রমাণ করেননি, বরং ক্রিকেট বিশ্বে আলোড়ন তৈরি করেছেন। নজর কেড়েছেন ক্রীড়ামোদীদের।
তরুণ এই লেগস্পিনারের এমন চমৎকার শুরু অবশ্যই দারুণ কিছু। দেশের বাইরে প্রথমবার উচ্চ মঞ্চে নিজেকে মেলে ধরার এমন আত্মবিশ্বাস যেন তাকে আরও অনন্য উচ্চতায় নিয়ে গেছে। রিশাদ আত্মবিশ্বাস, দৃঢ়তা ও প্রতিভার সংমিশ্রণে তা করে দেখিয়েছেন।
ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে রিশাদের আরও বড় ভূমিকা দেখার প্রত্যাশা এখন সবার হৃদয়পটে অঙ্কিত হলো।