
চট্টগ্রামের আকাশে যেন আজ জয়ের রঙ ছড়িয়ে দিল চট্টগ্রাম রয়্যালস। ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টির পঞ্চম আসরের শিরোপা জয়ের মধ্য দিয়ে তারা যেন গড়ে তুলল এক রূপকথার গল্প—যার শেষটা হলো “হ্যাপি এন্ডিং!”
চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম রূপ নেয় এক যুদ্ধভূমিতে, যেখানে রয়্যালস বনাম ৯০’স উইলোস—দুই জায়ান্টের লড়াইয়ে চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত ছিল টানটান উত্তেজনা।
প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস ২০ ওভারে সংগ্রহ করে ১৭১ রান ৭ উইকেটে। ব্যাট হাতে ধীরস্থির কিন্তু কার্যকর ইনিংস খেলেন রয়েল দাস গুপ্ত (৩৩ রান)। আর ম্যাচের গতি ফেরান শেষ দিকে ঝড় তুলতে নামা রনি সৌরভ, মাত্র ১২ বলে ২৩ রান, যেন ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেন একাই!
উত্তরে ব্যাট করতে নামা ৯০’স উইলোস শুরু থেকেই লড়াইয়ে ছিল, বিশেষ করে তাদের অধিনায়ক মাসুদ ছিলেন এক সৈনিক—৪০ রানের ইনিংসে ভর করে দলকে অনেকদূর টেনে নিয়ে যান। সঙ্গ দিলেন নাজিম উদ্দিন (৩০), মিঠু (২৪) ও সবুজ (২৬)। কিন্তু দিনটি ছিল এক অন্যরকম রনজিত দাসের!
এই স্পিনার জাদুকর চার ওভারে ৩টি উইকেট, মাত্র ২৫ রানে। তাঁর বোলিংয়ে যেন ৯০’র দশকের নস্টালজিয়ায় ভেসে যাওয়া উইলোসরা থমকে গেল।
তিনি হয়েছেন পুরো ফাইনালের ম্যাচসেরা (ম্যান অব দ্য ফাইনাল)।
পুরো টুর্নামেন্টের নায়ক যারা:
- সেরা ব্যাটসম্যান: নাজিম উদ্দিন (৯০’স উইলোস) – ১৭৮ রান
- সেরা বোলার: ঈদ-এ-আমিন (চিটাগাং গোল্ড) – ১১ উইকেট
পুরস্কার বিতরণী অনুষ্ঠান:
পুরস্কার বিতরণী মঞ্চ যেন ছিল আরেকটি উৎসব!
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, যিনি বলেন, “এমন আয়োজন চট্টগ্রামের ক্রীড়াচর্চাকে আরও বেগবান করবে।”
বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানী টি ট্রেডের জেনারেল ম্যানেজার শাহ মইনুদ্দিন হাসান।
আয়োজক সংগঠনের সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ও পৃষ্ঠপোষকরা।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের প্রাণপ্রবাহ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ, প্রতিটি রান, প্রতিটি উইকেট যেন চট্টগ্রামের ক্রিকেটপ্রেমীদের হৃদয় স্পর্শ করেছে।
চট্টগ্রাম রয়্যালসের এই জয় কেবল একটি ট্রফি জয় নয়—এটি একটি সময়ের, পরিশ্রমের, স্বপ্নের ও আবেগের জয়।
ক্রিকেট যখন শুধু খেলা নয়, তখনই তৈরি হয় এমন মহাকাব্য!