
চট্টগ্রামের ক্রিকেটপ্রেমীদের বহু প্রতীক্ষিত রিজিওনাল টি–২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ শুরু হলো বৃহস্পতিবার সকালে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, দর্শকদের কোলাহল আর নতুন আসরের প্রথম ম্যাচের উত্তেজনা—সব মিলিয়ে এক অন্যরকম আবহ তৈরি হয় সাগরিকা মাঠে।
প্রথম ম্যাচেই মুখোমুখি হয় ফোর্টিস কুমিল্লা ও এবি ব্যাংক নোয়াখালী। টস জিতে নোয়াখালী বোলিংয়ের সিদ্ধান্ত নিলে, কুমিল্লার ব্যাটাররা নামেন ব্যাট হাতে দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে।
ইনিংসের শুরুতেই ফোর্টিস কুমিল্লার মেহেদী হাসান ঝড় তোলেন। ১২ বলে ২৫ রান তোলেন। মাঝে ইয়াসিনের ৩৪ বলে ৪২ রানের ইনিংস তার যেন পুরো দলকে এগিয়ে দেয়। সাথে সাইফুল ২৯ রানের কার্যকর ইনিংস খেলেন। যদিও এক পর্যায়ে দ্রুত কয়েকটি উইকেট পড়ে গেলে দল চাপে পড়ে, তবে শেষ দিকে আশরাফুল হাসান ও ইয়াসির আরাফাত অপরাজিত থেকে দলের রান থামে ১৫৩–এ।
১৫৪ রানের টার্গেটে নেমে নোয়াখালী শুরু থেকেই ধাক্কা খায়। একের পর এক ব্যাটার উইকেট হারিয়ে ফেরত গেলে দলের চাপ বাড়তে থাকে। একপ্রান্তে মাকসুদুর রহমান লড়াই করে গেলেও (৫৮ রান), সঙ্গীর অভাবে তা বড় জয়ে রূপ দিতে পারেননি তিনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তারা থেমে যায় মাত্র ১১৯ রানে।
দিনের সেরা মুহূর্তটা এনে দেন কুমিল্লার আশরাফুল হাসান। বল হাতে তার নিখুঁত নিয়ন্ত্রণ—৪ ওভারে মাত্র ২২ রান খরচে ৫ উইকেট—নোয়াখালীর ইনিংস গুটিয়ে দেয়। ব্যাট হাতেও শেষ দিকে অপরাজিত থেকে দলের রান বাড়াতে সাহায্য করেন।
প্রথম ম্যাচেই ফোর্টিস কুমিল্লার ৩৪ রানের দাপুটে জয় যেন পুরো টুর্নামেন্টের আবহ তৈরি করে দিল। মাঠে উপস্থিত দর্শকরা পেয়েছেন রঙিন সূচনা, যেখানে ছিলো ঝড়ো ব্যাটিং, নিখুঁত বোলিং আর ক্রিকেটের অনিশ্চয়তার সমস্ত কিছু।




