
টানা জয়ের পর অবশেষে থেমে গেল এশিয়ান চট্টগ্রামের দাপুটে অগ্রযাত্রা। নগরীর সাগরিকায় অনুষ্ঠিত এই ম্যাচে ইস্পাহানি ফেনীর সামনে ১৫ রানের হারে স্বপ্নভঙ্গ হলো চট্টগ্রামের।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফেনী। ইনিংসের শুরুতে দ্রুত একটি উইকেট হারালেও ওপেনার জিল্লুর রহমান একপ্রান্ত আগলে রেখে খেলেন অসাধারণ এক ইনিংস। তার ব্যাট থেকে আসে ৫১ বলে ৭৪ রান, যেখানে ছিল ৭টি চার আর ৩টি ছক্কার দৃষ্টিনন্দন শট। শেষ দিকে শাহরিয়ারের ছোট্ট কিন্তু কার্যকরী ২৭ রানের ইনিংস দলকে নিয়ে যায় লড়াই করার মতো সংগ্রহে। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ফেনীর সংগ্রহ দাঁড়ায় ১৩৯ রান।
বল হাতে এশিয়ান চট্টগ্রামের হয়ে সবচেয়ে সফল ছিলেন সাজেদ রিফাত। তিনি নেন ৩ উইকেট। রতন নেন ২টি এবং শহীদুল ও ইফরান নেন ১টি করে উইকেট।
জয়ের জন্য ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা আশাব্যঞ্জক হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ফেলে চট্টগ্রাম। কফিল উদ্দিনের ২৯ রান আর ইফরানের ২২ রানের ঝলক ছাড়া আর কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। একে একে সাজঘরে ফিরে যাওয়ার মিছিলে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানে থেমে যায় তাদের ইনিংস।
ফেনীর হয়ে বল হাতে জ্বলে ওঠেন মিনহাজ সাকিব ও শাহরিয়ার আহমেদ। দুজনেই নেন ৩টি করে উইকেট। সাজ্জাদ নেন ২টি এবং ইয়াছিনের ঝুলিতে যায় আরও একটি উইকেট।
দিনের শেষে ১৫ রানের মূল্যবান জয় নিয়ে মাঠ ছাড়ে ইস্পাহানি ফেনী। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফেনীর ওপেনার জিল্লুর রহমান। তার হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ:
১. মোঃ কাজী নজরুল ইসলাম, প্রশাসন উপ-ব্যবস্থাপক, ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজ
২. মোঃ জাকির হোসেন, পরিচালক, এশিয়ান গ্রুপ