Google search engine

 

চট্টগ্রাম আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দাপুটে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিল এশিয়ান চট্টগ্রাম। সোমবার (৮ সেপ্টেম্বর) সাগরিকায় অনুষ্ঠিত ম্যাচে তারা কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়াকে ৭ উইকেটে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া খুব একটা সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলটি নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ৯৫ রান। দলের হয়ে খোরশেদুল আলম সর্বোচ্চ ৩৭ রান করেন, মোহাম্মদ সুমন করেন ১৮ রান।

এশিয়ান চট্টগ্রামের বোলাররা ছিলেন দুর্দান্ত। মো. রুবেল বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠেন। তিনি ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। সাপোর্ট দেন ইফরান হোসাইন, তার ঝুলিতে যায় ২টি উইকেট।

৯৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে এশিয়ান চট্টগ্রাম। ওপেনার কপিল উদ্দিন ঝড়ো ব্যাটিংয়ে দলকে জয়ের ভিত গড়ে দেন। ২৮ বলে ৪১ রানের ইনিংসে তিনি মারেন ৩টি চার ও ৩টি ছক্কা। শেষ পর্যন্ত শাহাদাত হোসাইন (২৩*) ও অধিনায়ক ইফরান শুক্কুর (১১*) অপরাজিত থেকে দলকে ফাইনালে পৌঁছে দেন।

ফলাফল: এশিয়ান চট্টগ্রাম ১৫.৩ ওভারে ৩ উইকেটে ৯৬ রান তুলে ৭ উইকেটের বড় জয় নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠলো।

ম্যাচসেরা: মো. রুবেল (এশিয়ান চট্টগ্রাম) – ৪-০-২০-৩

ফাইনালে চট্টগ্রামের প্রতিপক্ষ ইস্পাহানী ফেনী।

Google search engine