বিজয়ের মাসে আরও একটি জয়। প্রোটিয়া নারী দলকে ১১৯ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশের মেয়েরা। মুর্শিদার ৯১ রানের ইনিংসে বেশ বড়সড় সংগ্রহ পায় বাংলাদেশ। মন্থর গতির উইকেটে যা টপকানো বেশ চ্যালেঞ্জিং ছিলো প্রোটিয়াদের জন্য।
সুলতানা, রাবেয়া, ফাহিমা, নাহিদার বোলিং তান্ডবে ১৩১ রানেই গুটিয়ে গেছে প্রোটিয়ারা। বল হাতে বরাবরের মতোই নাহিদার দুর্দান্ত পারফরম্যান্স। স্পর্শ করেছেন ওয়ানডেতে ৫০ উইকেটের মাইলফলক। সবার দুর্দান্ত নৈপুণ্যে ১১৯ রানের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। আর এর সাথে ১-০ তে সিরিজে এগিয়ে গেলো জ্যোতিরা।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই খেই হারিয়ে ফেলে প্রোটিয়ারা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরেন প্রোটিয়া অধিনায়ক। মারুফা এসে আরও একজনকে ফেরান। প্রোটিয়ারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলো। কিন্তু নাহিদা, রাবেয়া, ফাহিমা সবার বোলিং ঘূর্ণির কাছে ব্যর্থ হতে হয় তাদের। একে একে ফিরেছেন সবাই।
মাত্র ৯৫রানে ৮ উইকেট হারিয়ে ফেলার পরও ঘুরে দাঁড়াতে চেয়েছিলো প্রোটিয়ারা৷ সেখান থেকে জুটি গড়ার চেষ্টা করলেও সেই চেষ্টা ব্যর্থ করে দেন সুলতানা এবং নাহিদা। প্রোটিয়ারা ততক্ষণে খুব রানের ব্যবধান কমাতে পারেনি। যার ফলে ১১৯ রানে জয় পায় বাংলাদেশ।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতে বাংলাদেশি ওপেনাররা ভালো শুরু এনে দেন। ১৫তম ওভারে শামীমা ফিরলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ফারজানাকে নিয়ে এগুতে থাকেন মুর্শিদা। যদিও এই জুটিও বেশি বড় হয়নি। অর্ধশতরানের ইনিংস খেলেন মুর্শিদা। জ্যােতি ফিরেন ৩৮ রানের দুর্দান্ত ক্যামিও খেলে।
মুর্শিদা তখনও ক্রিজে। অপরপ্রান্তের ব্যাটারকে নিয়ে বেশ ভালোই এগিয়ে নিয়ে গেছেন তিনি৷ ১০০ বলে ৯১ রানের অপরাজিত ইনিংস খেলেন। যার উপর ভর করে ২৫০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
বাংলাদেশ নারী দল- ২৫০/৩ (৫০ ওভার)
মুর্শিদা ৯১*, জ্যোতি ৩৮
মালাবা ১/৩৭
সাউথ আফ্রিকা নারী দল- ১৩১/১০ (৩৬.৩ ওভার)
মার্কস ৩৫, লুস ৩১
নাহিদা ৩/৩৩