স্বাগতিক আমেরিকার সাথে ৬ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। পরপর টানা দুই ওয়ানডেতে পরাজয় বাংলাদেশের। বিশ্বকাপের আগে এমন হতাশাজনক পারফরম্যান্স বেশ বিব্রতকর।
কারো ব্যাটেই যেন রান আসছেনা। আসছেনা আশানুরূপ সাফল্য। অগোছালো ব্যাটিং নাকি অগোছালো পরিকল্পনা? কোনটি সঠিক তা জানা নেই কারও। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আর এমন মুহূর্তে ইউএসএর কাছে এমন শোচনীয় পরাজয় যারপর নাই শঙ্কা জাগাচ্ছে বিশ্বকাপ নিয়ে।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিনটি ভালো যায়নি টাইগারদের। শুরুর দিকে রানের চাকা সচল থাকলেও শেষ দিকে কেউ সঙ্গ দিতে পারেননি। যার ফলে ১৩৮ রানেই থেমেছে বাংলাদেশের ইনিংস। দলের হয়ে ৩টি উইকেট নেন আলী খান। ২টি করে উইকেট নেন সৌরভ এবং স্যাডলি। ১টি করে উইকেট নেন জাশদ্বীপ এবং অ্যান্ডারসন।
শুরুতে টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে ইউএসএ। স্টিভেনের ৩১ রান। মোনাঙ্কের ৪২ রান, এবং অ্যারন জোন্সের ৩৫ রানে ভর করে ১৪৫ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। দলের হয়ে ২টি করে উইকেট নেন শরীফুল, মুস্তাফিজ এবং রিশাদ।