অজিদের ক্রিকেটে জায়ান্ট বলা হয়। আর সেই অজিদেরকেই ২১ রানে পরাজিত করেছে আফগানরা। বর্তমানে আফগানরা টি-২০তে ব্ল্যাক হর্স তকমা পেয়েছে। আরও একবার সেটি প্রমাণিত হলো।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই অজি শিবিরে আঘাত হানেন আফগান বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে অজিদেরকে থামিয়ে দেন ১২৭ রানে। এই ম্যাচে ম্যাক্সওয়েল বাদে কারো ব্যাট হাসেনি। ১৪৮ রানের লক্ষ্য খুব বেশি বড় না হলেও টপ অর্ডারের ব্যর্থতায় অজিরা কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারেনি।
শুরুতে টসে জিতে ফিল্ডিং নেয় অজিরা। ব্যাটিংয়ে নেমে আফগান দুই ওপেনার দলকে বেশ ভালো শুরু এনে দেন। দু’জনের অর্ধশতরানের ইনিংসে ভর করে ১৪৮ রানের সংগ্রহ পায় আফগানরা। দু’জন বাদে বাকিরা মোবাইল ডিজিট সংখ্যায় থেমেছেন। তবে শক্তিশালী বোলিং বিভাগ নিয়ে আফগানরা অজিদের এর মাঝেই আটকে দিয়েছে।
আফগানদের এই জয়ে সেমির সমীকরণ আরও জটিল হয়েছে। আফগানরা সেমির দিকে একপা এগিয়েছে আর অজিরা একপা পিছিয়েছে। যদিও দু’দলেরই সম্ভাবনা রয়েছে সেমিতে যাওয়ার। দু’দলের পরবর্তী ম্যাচের ফলাফলের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের ভাগ্যও। দু’দলের জয়-পরাজয়ের মাঝে রানরেটের সমীকরণে বাংলাদেশের ভাগ্য ঝুলছে।