এ যেন এক অন্য তামিমের দেখা মিললো সিলেটে। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ঝড়ো গতির ইনিংস খেলেছেন তিনি। আর দলকে জিতিয়েছেন সহজেই।
সিলেট পর্বে তামিমের ঝড়ো ব্যাটিংয়ে বরিশালের দারুণ জয়। রাজশাহীর দেওয়া ১৬৯ রানের লক্ষ্য খুব সহজেই টপকেছে বরিশাল।
এদিন টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলেও খুব বেশি রান পায়নি রাজশাহী। জিসান, এনামুল এবং ইয়াসিরের ত্রিশোর্ধ্ব ইনিংসে ১৬৮ রানের সংগ্রহ পায় রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি।
জয়ের লক্ষ্য ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও তামিমের ঝড়ো ইনিংসে খুব সহজ জয় পায় বরিশাল। তামিম ৪৮ বলে ৮৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। এবং মুশফিক ২৪ বলে ৩৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বরিশাল ৭ উইকেটে জয় পায়। দলের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন মোহর।