Google search engine

চট্টগ্রাম জেলা কোয়াব কমিটির গঠন সম্পন্ন হয়েছে। তামিম ইকবাল খানকে সভাপতি এবং আকরাম খান ও মিনহাজুল আবেদিন নান্নুকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটির উপদেষ্টা প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছেন নাফিজ ইকবাল খান, আফতাব আহমেদ, নাজিম উদ্দিন, ফজলে আহসান খান, আবদুল আহাদ রিপন, ফজলে বারি খান, নুরুল আবেদীন নোবেল, শহিদুর রহমান, আজম ইকবাল, মাহাবুবুল করিম, রেজাউল রাজিব, মাসুম উল্লাহ, আরিফ আহমদ, রায়হান আরাফাত, রাহাদ হাসান এবং মিরাজুল হক।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আবুল হাসেম রাজা, ইয়াসির আলী চৌধুরী, নাঈম হাসান, সাজ্জাদুল হক রিপন, ইমরুল করিম, মনিরুজ্জামান, সাদিকুর রহমান, রনি চৌধুরী, ইফরান হোসেন এবং সাব্বির হোসেন।

সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইরফান শুক্কুর। যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার সাজ্জাদ রনি, সাংগঠনিক সম্পাদক কাজী কামরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক তম্ময় দিপ্ত, কোষাধ্যক্ষ পারভেজ হোসেন ইমন এবং শাহাদাত হোসেন দিপু। মিডিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন ইনজামামউল হক ও শামস বাপ্পা।

অফিস সহায়ক হিসেবে সাব্বির নাজিম এবং সহকারী অফিস সহায়ক মোহাম্মদ রুবেল নিযুক্ত হয়েছেন। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হিসেবে রতন দাশ এবং সহকারী সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হিসেবে আসাদুর রহমান মুনতাসির দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, কমিটির কার্যকরী সদস্যরা সক্রিয় ঢাকা লীগ প্লেয়ার।

 

Google search engine