চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার স্থলে স্কোয়াডে এসেছেন পারভেজ হোসেন ইমন। স্কোয়াডে নেই সাকিব, শরীফুলও।
দীর্ঘ সময় ধরে অফফর্মে আছেন লিটন দাস। সাদা বলের ক্রিকেটে বেশ ম্যাড়ম্যাড়ে তার বর্তমান ইনিংসগুলো। যা নিয়ে সমালোচনার কমতি নেই। কালেভদ্রে একটা ভালো ইনিংস আসে। চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ফরম্যাটে হবে। ওয়ানডেতেও বেশ সাদামাটা লিটনের ইনিংস। বিপিএলেও একটা ইনিংস বাদে বাকিগুলো ভালো যায়নি। ফলাফল স্কোয়াডে নাম অন্তর্ভুক্তি হয়নি।
এদিকে ইমন এখনও ওয়ানডেতে অভিষিক্ত হননি। তরুণদের সুযোগ দিয়ে বড় পর্বের জন্য প্রস্তুত করতেই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে। বাংলাদেশ ক্রিকেট থেকে সাকিব অধ্যায় শেষ বললেই চলে। পরপর বেলিং অ্যাকশন টেস্টে ফেল করাতে একেবারেই কদিনের শেষ পেরেক ঠুকে গেছে। স্কোয়াডে জায়গা হয়নি তার। অবসর নেওয়াতে স্কোয়াডে থাকা না থাকা নিয়ে ধোঁয়াশা কেটেছে তামিমকে নিয়েও।
স্কোয়াডে আছেন ৪ পেসার- তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিদ হাসান সাকিব। জায়গা হয়নি হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের। স্কোয়াডে আছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং লেগস্পিনার রিশাদ হোসেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।
বলা বাহুল্য, টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত স্কোয়াড পরিবর্তনের সুযোগ পাচ্ছে দলগুলো।