Google search engine

বিপিএল এর আজকের প্রথম ম্যাচে খুলনাকে হারিয়ে ব্যাক টু ব্যাক জয়ের ধারা অব্যাহত রেখেছে সিলেট স্ট্রাইকার্স। সিলেটের দেওয়া ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭৪ রানে থেমেছে খুলনার ইনিংস।

শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে যায় সিলেট। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। দ্রুত ২ উইকেট পড়ে যায়। তবে তৃতীয় উইকেটে বেশ ভালোই পার্টনারশিপ গড়ে সিলেট। রনি তালুকদারের ৪৪ বলে ৫৬ রানের ইনিংস এবং জাকির হাসানের ৪৬ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১৮২ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। দলের হয়ে সর্বোচ্চ ২ টি করে উইকেট নেন আবু হায়দার রনি এবং জিয়াউর রহমান।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনারও। পুরো ইনিংসে উইলিয়াম সর্বোচ্চ ৪৩ রান করেন। বাকিরা কেউ খুব একটা রান পাননি। নির্ধারিত ২০ ওভার শেষে ১৭৪ রান সংগ্রহ করে খুলনা। সিলেট ৮ রানে জয় পায়। দলের হয়ে ২টি করে উইকেট নেন তানজিম, টপলি এবং রুয়েল।

Google search engine