দিনের প্রথম খেলায় সিলেটকে ৩০ রানে পরাজিত করেছে চিটাগং কিংস। চট্টগ্রামের দেয়া ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭৩ রানেই থেমেছে সিলেটের ইনিংস।
এদিন টসে জিতে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠায় সিলেট। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও বেশ সামলিয়ে নেয় চট্টগ্রাম। উসমানের ৫৩ রান, গ্রাহামের ৬০ রান এবং হায়দারের ৪২ রানে ভর করে ৬ উইকেটে ২০৩ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন সাকিব।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব একটা ভালো হয়নি সিলেটের ইনিংস। কেবল জর্জের ৫২ এবং জাকেরেী ৪৭ রানের ইনিংসই ভালো ছিলো। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রানে থামে সিলেটের ইনিংস। চট্টগ্রাম ৩০ রানে জয় পায়। দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ওয়াসিম।