কলম্বোতে দ্বিতীয় টি-২০তে বাংলাদেশ নারী দলকে ৭ উইকেটে পরাজিত করেছে শ্রীলঙ্কা নারী দল।
শুরুতে টসে জিতে বোলিং নেয় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ২৮রানেই বাংলাদেশ রুবাইয়া(১৬) উইকেট হারায়। দ্বিতীয় উইকেট জুটিতে সুবহানা মুস্তারিকে নিয়ে জুটি গড়েন শামীমা। এই জুটিতে দলীয় রান অর্ধশতক পেরোয়। ৯ম ওভারে শামীমা(১৮) ফিরলে ছন্দ হারায় দল। পরপর ফিরেন সুবহানা(১৮), নিগার(৭), রিতু(৫)। এরপর একটু গুছিয়ে উঠার চেষ্টা করতেই ১৬তম ওভারে আবার জোড়া উইকেটের পতন। পরপর ফিরেন মুর্শিদা(১৪) এবং নাহিদা(০)। ১৮তম ওভারে আবারও জোড়া উইকেটের পতন। পরপর ফিরেন সুলতানা(৪) এবং রাবেয়া(০)। ১৯তম ওভারে ফিরেন ফারিহা(১)। এ যেন চলছিল উইকেটের মিছিল। সবশেষে বাংলাদেশের ইনিংস থামে ১০০রানে। দলের হয়ে ২টি করে উইকেট নেন প্রভুধানি, কুমারি, রানাওয়েরা, দিলহারি। ১টি করে উইকেট নেন রানা সিংহ এবং কাভিন্দি।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল লঙ্কানরা। প্রথম উইকেট জুটিতে ৪৩ রানের পার্টনারশিপ আসে। ৭ম ওভারে ফিরেন অধিনায়ক আথাপাত্তু। ২৭ বলে ৬ চার এবং ১ ছক্কায় ৩৩ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় উইকেটে গুণারত্নেকে নিয়ে জুটি গড়েন হার্শিতা। ১০ম ওভারে ফিরেন গুণারত্নে। কিছু সময় পর একই পথে হাঁটেন নীলাক্ষী। এরপর দিলহারিকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন হার্শিতা। ৭ উইকেটে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। দলের হয়ে ২ উইকেট নেন ফাহিমা। ১টি উইকেট নেন রাবেয়া।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ
বাংলাদেশ নারী দলঃ ১০০/১০(১৮.৩ ওভার)
সুবহানা ১৮(২১), শামীমা ১৮(২৪)
রানাওয়েরা ২/৯
শ্রীলঙ্কা নারী দলঃ ১০১/৪(১৮.৩ ওভার)
আথাপাত্তু ৩৩(২৭), হার্শিতা ২৯(৪২)
ফাহিমা ২/১৬