Google search engine

কলকাতা নাইট রাইডার্সকে বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচে কলকাতাকে ৯ উইকেটে পরাজিত করেছে রাজস্থান রয়্যালস।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেনি রাজস্থান। বাটলার রান আউট হয়ে ফিরেছেন শূন্য রানেই। সঙ্গী হারিয়ে দলপতি সাঞ্জুকে নিয়ে জুটি গড়েন যশস্বী জয়সওয়াল। এই জুটির দুর্দান্ত পার্টনারশিপে জয় পায় রাজস্থান। বাউন্ডারির পর বাউন্ডারিতে এগিয়ে যাচ্ছিল এই জুটি। আইপিএলের ইতিহাসে দ্রুততম ফিফটি করেন যশস্বী। ৪৭ বলে ৯৮ রানের ইনিংস খেলেন যশস্বী। যাতে ১৩ চার এবং ৫ ছক্কার মার ছিল। ২৯বলে ৪৮ রানের ইনিংস খেলেন সাঞ্জু। যার ফলে ৪১বল হাতে রেখেই ৯ উইকেটে জয় পায় রাজস্থান।

শুরুত টসে জিতে ফিল্ডিং নেয় রাজস্থান। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানেরও। পাওয়ারপ্লেতেই ২ ওপেনারের উইকেট হারায় কলকাতা। জেসন রয়(১০) এবং গুরবাজ(১৮) ফিরেন দ্রুতই। নীতিশকে নিয়ে নতুন করে ৪৮ রানের জুটি গড়েন ভেঙ্কটেশ। ১০ম ওভারে নীতিশ ফিরেন। এরপর রাসেলকে নিয়ে জুটি গড়লেও স্থায়ী হয়নি এই জুটি। রাসেলও ফিরেছেন ১০ রানে। এরপর বেশিদূর আগায়নি ভেঙ্কটেশের ইনিংসও। ৪২ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। ১৭তম ওভারে চাহালের জোড়া আঘাতে ভেঙ্কটেশ এবং ঠাকুর ফিরেন। ২০ ওভারের আগে রিংকু এবং নারাইনের উইকেটও হারায় কলকাতা। ২০ ওভার শেষে কলকাতার ইনিংস থেমেছে ১৪৯ রানে। দলের হয়ে ৪ উইকেট নেন চাহাল। ২ উইকেট নেন বোল্ট। ১ উইকেট নেন সন্দ্বীপ আর আসিফ।

সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ

কলকাতাঃ ১৪৯/৮(২০ ওভার)
ভেঙ্কটেশ ৫৭(৪২), নীতিশ ২২(১৭)
চাহাল ৪/২৫

রাজস্থানঃ ১৫১/১(১৩.১ ওভার)
যশস্বী ৯৮(৪৭), সাঞ্জু ৪৮(২৯)

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here