ব্যাঙ্গালোর বনাম রাজস্থানের ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১১২ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পার্নেল ও সিরাজের তোপের মুখে পড়ে রাজস্থানের টপ অর্ডার। ওপেনিং জুটি যশস্বী জায়সাওয়াল ও জস বাটলার ফিরেছেন শূন্য রানে। স্যামসনও ফিরেছেন ৪ রানে। জো রুট ফিরেছেন মাত্র ১০ রানে৷ ৪ রানে ফিরেন পাডিকেল, জুরেল ফিরেন ১ রানে।
অশ্বিন ফিরেন শূন্য রানে। কেবলমাত্র হেটমায়ারের ব্যাটে ১৯বলে ৩৫ রান আসে। শেষ দিকে কেউ ক্রিজে ঠিকতে পারেনি। শেষ পর্যন্ত ৫৯ রানেই অল আউট হয়েছে রাজস্থান। দলের হয়ে ৩ উইকেট নেন পার্নেল। ২টি করে উইকেট নেন ব্রেসওয়েল ও কর্ন।
শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে ব্যাঙ্গালোর। প্রথম উইকেট জুটিতে ৫০ রানের পার্টনারশিপ আসে। দ্বিতীয় উইকেটে ম্যাক্সওয়েলকে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন ডু প্লেসি। ৪৪ বলে ৫৫ রান করেন ডু প্লেসিস। ম্যাক্সওয়েল ৩৩ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।
শেষদিকে মহিপাল লমরোর ১ ও দীনেশ কার্তিক ০ রান করে ফিরে গেলেও ব্যাঙ্গালোরকে বড় সংগ্রহ এনে দেন অনুজ রাওয়াত।তিনি ১১ বলে ২৯ রানের ইনিংস খেলেন। ব্রেসওয়েল অপরাজিত থাকেন ৯ বলে ৯ রান করে। রাজস্থানের হয়ে দুটি করে উইকেট পান কেএম আসিফ ও অ্যাডাম জাম্পা। একটি উইকেট নিয়েছেন সন্দ্বীপ শর্মা।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ
ব্যাঙ্গালোরঃ ১৭১/৫ (২০ ওভার)
ডু প্লেসিস ৫৫,ম্যাক্সওয়েল ৫৪
জাম্পা ২২৫
রাজস্থানঃ ৫৯/১০ (১০.৩ ওভার)
হেটমায়ার ৩৫, রুট ১০
পার্নেল ৩/১০