বুধবার (৭ জুন) লন্ডনের দ্য ওভালে শুরু হতে যাচ্ছে আইসিসির মেগা ইভেন্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। দ্বিতীয় সংস্করণের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। তবে আবহাওয়া বলছে ম্যাচ গড়াতে পারে রিজার্ভ ডে তে।
প্রথম সংস্করণের ফাইনালেও বৃষ্টি বাগড়া দেওয়াতে ম্যাচ গড়িয়েছিল রিজার্ভ ডে তে। এবারও লন্ডনের আবহাওয়া বলছে ম্যাচ গড়াতে পারে রিজার্ভ ডে তে। বৃষ্টির সম্ভাবনা থাকায়, বৃষ্টিতে খেলা বাধাপ্রাপ্ত হলে রিজার্ভ ডে তে ম্যাচ অনুষ্ঠিত হবে।
লন্ডনের আবহাওয়া অফিস জানিয়েছে, প্রথম ৩দিনে ১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে হিসেবে প্রথম ৩দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে চতুর্থ দিনে ২৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। মেঘের পরিমাণ থাকবে ৬৮ শতাংশ। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫ম দিনে। সেদিন বৃষ্টির সম্ভাবনা ৬২ শতাংশ। আর মেঘের পরিমাণ থাকবে ৮৪ শতাংশ।
তাই শেষ দিনে বৃষ্টি বাগড়া দিলে প্রথম সংস্করণের মতোই ম্যাচ গড়াবে রিজার্ভ ডে তে। যদিও লন্ডনের আবহাওয়া বলছে রিজার্ভ ডে তেও ৫৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ম্যাচের ফলাফল কেমন হবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
গতবার ফাইনালে বৃষ্টি হওয়াতে ম্যাচ রিজার্ভ ডে তে গড়ায়। সেবার ভারতকে ফাইনালে হারিয়ে নিউজিল্যান্ড শিরোপা নেয়। এবারও ভারত ফাইনালে। বহুল প্রতিক্ষিত এই ফাইনাল শুরু হবে বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টায়।