ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে ৫১ রানে পরাজিত করেছে ভারত। ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬০ রানেই থেমেছে টাইগারদের ইনিংস।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ৭০ রানের পার্টনারশিপ আসে। ১৩তম ওভারে নাঈম ফিরলে বাংলাদেশের তখন প্রয়োজন আরও ১৪২ রান। হাতে আছে ৯ উইকেট।
জয়টা খুব সহজই মনে হচ্ছিল। কিন্তু বাংলাদেশের ভাগ্য যেন সবসময় বিপরীতেই থাকে। প্রথম উইকেট হারানোর পর ভারতের স্পিনারদের চাপে বাংলাদেশের ব্যাটিং অর্ডার পুরোটাই ধ্বসে পড়ল।
শেষ ৬৬ রানে ৯ উইকেট হারিয়ে ১৬০ রানে অলআউট হয়ে থামল বাংলাদেশ। জাকির হাসান, সাইফ হাসান, সৌম্য সরকার কিংবা আকবর আলী, কেউ নিজেদের সেরাটা দিতে পারেনি। যার ফলে ভারত ‘এ’ দলের বিপক্ষে ৫১ রানে হেরে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলো বাংলাদেশ।
ভারতের বাঁহাতি স্পিনার নিশান্ত সিন্ধু ২০ রানে ৫টি উইকেট নেন। আরেক স্পিনার মানব সুথার ৩২ রানে নেন ৩টি উইকেট।
এর আগে ভারতীয় ব্যাটারদের বেশ ভালোই আটকেছিল বাংলাদেশি বোলাররা। ৯০ রানে টপ অর্ডারের ৪টি উইকেট নাই হয়ে যায়। তানজিম হাসানের বলে সুদর্শন (২১)।, সাইফের বলে নিকিন জোস (১৭), রাকিবুলের বলে অভিষেক (৩৪) ফিরেন।
সুবিধা করতে পারেনি নিশাত সিন্ধু, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল। তবে ভারতকে একাই টেনে নিয়ে গেছেন ধুল।তার অর্ধশতকে ২১১ রানের সংগ্রহ পায় ভারত। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রাকিবুল, মেহেদি এবং সাকিব।