Google search engine

পরাজয়ের বৃত্ত কাটিয়ে যেন বেরুতেই পারছেনা বাংলাদেশ। অন্যদিকে টানা ৩জন নিয়ে কিউইরা এগিয়ে যাচ্ছে। কিউইদের বিপক্ষে ম্যাচে ৮ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। সেমিফাইনাল খেলার স্বপ্ন যেন ধীরে ধীরে ম্লান হতে চলেছে।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ হেসে-খেলেই নির্ধারিত লক্ষ্য ছুঁয়েছে কিউইরা। যদিও শুরুতে খেলা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল বাংলাদেশের বোলাররা। উইকেটও পেয়েছিল দ্রুতই। মাত্র ৯ রান করেই ফিটেন রাচিন রবীন্দ্র। এরপর কনওয়েকে নিয়ে জুটি গড়েন ইনজুরি থেকে ফেরা কেন উইলিয়ামসন।

বেশ মানিয়ে নিয়েছিল দ্বিতীয় উইকেট জুটি। কনওয়ের আউটে এই ৮০ রানের জুটি ভাঙে। সেখান থেকে মিচেলকে নিয়ে ম্যাচ এগিয়ে নেন কেন। এই জুটিতে অর্ধশতক আসে কেনের ব্যাটে। বেশ ভালো পার্টনারশিপ গড়ার মাঝে হঠাৎ ব্যাথা পাওয়ায় মাঠ ছাড়তে হয়েছে তাকে। ৭৮ রানের ইনিংস খেলেন তিনি।

শেষ সময়টা মিচেল ফিলিপসকে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ৮৯ রানে অপরাজিত ছিলেন মিচেল। কিউইরা ৮ উইকেটে জয় পায়।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ। কিন্তু শুরুতেই বোল্টের আঘাতে ফাঁদে পড়ে আউট হন লিটন। এরপর রানের খাতা খুললেও বেশিদূর আগায়নি তামিমের ইনিংস। এরপর ছন্দে থাকা মিরাজকেও ফেরান ফার্গুসন। শান্তও ফিরেছেন পরপরই। এরপর সাকিবকে নিয়ে হাল ধরেন মুশফিক।

জুটির মাঝে অর্ধশতক করেন মুশি। তবে তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সাকিব। ফার্গুসনের ফাঁদে পড়ে ফিরেছেন ৪০ রান করে। এরপরও মুশফিকের ইনিংস চলছিল। তবে তিনিও ফিরেন ৬৬ রান করে। শেষ দিকে রিয়াদের ৪১ রান বাদে বাকিরা কেউ সম্মানজনক স্কোর করতে পারেননি। বাংলাদেশের ইনিংস থামে ২৪৫ রানে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here