দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে ৭ উইকেটের জয় পেয়েছে দিল্লি।
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছে দিল্লি। ওপেনিং জুটিতে ৬০ রানের পার্টনারশিপ আসে। ৬ষ্ঠ ওভারে ওয়ার্নার ফিরলে মার্শকে নিয়ে নতুন জুটি গড়েন সল্ট। ১০ম ওভারে মার্শ ফিরলে রুশোকে নিয়ে নতুন জুটি গড়েন সল্ট। ৪৫বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে জয়ের লক্ষ্য প্রায় ছুঁয়েই ফেলেছিলেন সল্ট। ১৬তম ওভারে কর্ণ শর্মার বলে প্যাভিলিয়নে ফিরেন। শেষ দিকে রুশো-অক্ষর জুটি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ৭ উইকেটে জয় পায় দিল্লি। দলের হয়ে ১টি করে উইকেট নেন জশ, কর্ণ এবং হার্শাল।
শুরুতে টসে জিতে ব্যাটিং নেয় ব্যাঙ্গালোর। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছে ব্যাঙ্গালোর। কোহলি-ফাফের ওপেনিং জুটিতে ৮২ রানের পার্টনারশিপ পায় ব্যাঙ্গালোর। ১১তম ওভারে মার্শের জোড় আঘাতে প্লেসিস এবং ম্যাক্সওয়েল ফিরেন। গোল্ডেন ডাক পান ম্যাক্সওয়েল। নতুন করে লোমরোরকে নিয়ে জুটি গড়েন কোহলি। এই জুটিতে ৫৫রানের পার্টনারশিপ পায় ব্যাঙ্গালোর। ১৬তম ওভারে কোহলি আউট হন ৪৬ বলে ৫ চারে ৫৫রান সংগ্রহ করে। নতুন করে আবারও কার্তিককে নিয়ে জুটি গড়েন লোমরোর। ২০ ওভারের আগে কার্তিকের উইকেট ও হারায় ব্যাঙ্গালোর। ২৯ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন লোমরোর। ২০ ওভার শেষে ব্যাঙ্গালোরের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ১৮১ রান। দলের হয়ে ২ উইকেট নেন মার্শ। ১টি করে উইকেট নেন খলিল এবং মুকেশ।
স্কোরঃ
ব্যাঙ্গালোরঃ ১৮১/৪(২০ ওভার)
কোহলি ৫৫(৪৬), লোমরোর ৫৪(২৯)
মার্শ ২/২১
দিল্লিঃ ১৮৭/৩(১৬.৪ ওভার)
সল্ট ৮৭(৪৫), রুশো ৩৫(২২)
জশ ১/২৯
ফলাফলঃ দিল্লি ক্যাপিটালস ৭ উইকেটে জয়ী।