Google search engine

পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যাকার ম্যাচে পাঞ্জাবকে ৫ উইকেটে পরাজিত করেছে কলকাতা নাইট রাইডার্স।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ধীরগতিতে করে কলকাতা। ওপেনার গুরবাজ এবং জেসন রয় দ্রুত ফিরেন। ৩য় উইকেট জুটিতে ভেঙ্কটেশকে নিয়ে ৫১ রানের পার্টনারশিপ গড়েন নিতীশ। ১৪তম ওভারে ভেঙ্কটেশ(১১রান) আউট হন। এরপর খানিকবাদে নিতীশও ফিরেন। এরপর রিংকুকে নিয়ে নতুন করে জুটি গড়েন রাসেল। শেষ ওভারে রাসেল(৪২ রান) আউট হন। এরপর শেষ বলে রিংকুর ব্যাটে আসা বাউন্ডারিতে ৫ উইকেটের নাটকীয় জয় পায় কলকাতা। দলের হয়ে ২ উইকেট নেন রাহুল। ১টি করে উইকেট নেন হারপ্রীত এবং নাথান।

শুরুতে টসে জিতে ব্যাটিং নেয় পাঞ্জাব কিংস। ব্যাটিংয়ে নেমে খুব তাড়াতাড়ি দুই উইকেট হারায় পাঞ্জাব। প্রভসিমরান(১২ রান) এবং রাজাপাকসে(০ রান) ফিরেন। ৩য় উইকেট জুটিতে লিভিংস্টোনকে নিয়ে জুটি গড়েন ধাওয়ান। এই জুটি যদিও বেশিদূর স্থায়ী হয়নি। দলীয় ৫৩ রানে লিভিংস্টোন(১৫ রান) ফিরলে জীতেশকে নিয়ে নতুন করে ৫৩ রানের পার্টনারশিপ গড়েন ধাওয়ান। ১৩তম ওভারে জীতেশ(২১ রান) ফিরলে খানিকটা চাপে পড়ে যায় পাঞ্জাব। কিছু সময় পরপর ফিরেন ধাওয়ান(৫৭ রান), ঋষি(১৯ রান) এবং স্যাম(৪ রান)। ২০ ওভার শেষে পাঞ্জাবের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান। দলের হয়ে ৩ উইকেট নেন চক্রবর্তী। ২ উইকেট নেন রানা। ১টি করে উইকেট নেন সুইয়াশ এবং নিতীশ।

সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ

পাঞ্জাবঃ ১৭৯/৭(২০ ওভার)
ধাওয়ান ৫৭(৪৭), শাহরুখ ২১(৮)
চক্রবর্তী ৩/২৬

কলকাতাঃ ১৮২/৫(২০ ওভার)
নিতীশ ৫১(৩৮), রাসেল ৪২(২৩)
রাহুল ২/২৩

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here