Google search engine

শ্রীলঙ্কার কলম্বোতে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০তে ৬ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশের নারীরা।

শুরুতে টসে জিতে ব্যাটিং নেয় লঙ্কানরা। ব্যাটিংয়ে নেমে ৩য় ওভারেই ১ উইকেট হারায় লঙ্কানরা। বিসমি গুনারত্নে ফিরলে হার্শিতাকে নিয়ে ৪৮ রানের পার্টনারশিপ গড়েন আথাপাত্তু। ৯ম ওভারে ২৮বলে ৩৮ রানের ইনিংস খেলে ফিরেন আথাপাত্তু। সঙ্গী হারিয়ে নীলাক্ষীকে নিয়ে ৪৩ রানের পার্টনারশিপ জুটি গড়েন হার্শিতা। ১৬তম ওভারে হার্শিতা(৪৫) আউট হওয়ার পর ছন্দ হারায় লঙ্কানরা। একে একে ফিরেন হাসিনি(১), দিলহারি(০) এবং আনুশকা(০)। নির্ধারিত ২০ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান। দলের হয়ে ২টি উইকেট নেন ফাহিমা খাতুন। ১টি করে উইকেট নেন ফারিহা, সুলতানা, নাহিদা এবং রাবেয়া।

মঙ্গলবার জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাঘিনীদের। স্কোরবোর্ডে মাত্র ৭ রান যোগ করে ফিরেন শামীমা। বড় হয়নি রুবাইয়া হায়দারের ইনিংসও। দলীয় রান তখন কেবল মাত্র ২৩। এমন সময় ৩য় উইকেট জুটিতে অধিনায়ক নিগার ক্রিজে আসেন। তাকে নিয়ে ৫১ রানের পার্টনারশিপ গড়েন সুবহানা মুস্তারি। ১২তম ওভারে সুবহানা প্যাভিলিয়নে ফিরলে রিতুকে নিয়ে কার্যকরী ইনিংস খেলেন জ্যোতি। দু’জনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭১ রানের দুর্দান্ত পার্টনারশিপ আসে। যার ফলে ৬ উইকেটে সহজ জয় পায় বাংলাদেশ। শেষ ওভারে আরও এক উইকেট হারায় বাংলাদেশ। দল তখন জয়ের লক্ষ্য ছুঁয়েছে। ৫১ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জ্যোতি। ১ বল হাতে রেখেই বাংলাদেশ ৬ উইকেটে জয় পায়। দলের হয়ে ১ টি করে উইকেট নেন প্রভুধানি, কাভিন্দি এবং রানাসিঙ্গে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here