মুম্বাইয়ের ওয়াংখেডে স্টেডিয়ামে গুজরাতের বনাম মুম্বাইয়ের ম্যাচে গুজরাতকে ২৭ রানে পরাজিত করেছে মুম্বাই।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেনি গুজরাত। শুরুতেই ছন্দপতন হয় গুজরাত শিবিরে। পাওয়ারপ্লেতেই ৩ উইকেট হারিয়ে ফেলে গুজরাত। ঋদ্ধিমান(২), হার্দিক(৪) এবং শুভমান(৬) ফিরেন। এরপর মিলারকে নিয়ে বিজয় জুটি গড়লেও বেশিদূর আগায়নি ৪র্থ উইকেট জুটি। ৭ম ওভারে বিজয়(২৯) ফিরলে আবারও ছন্দ হারায় গুজরাত। পরের ওভারে ফিরেন অভিনব(২)। নতুন করে রাহুলকে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন মিলার। ১২তম ওভারে মিলার(৪১) ফিরলে আবারও ছন্দপতন হয় গুজরাত শিবিরে। পরপর দুই ওভারে ফিরেন রাহুল(১৪) এবং নুর(১)। শেষ পর্যন্ত জোসেফ-রশিদ জুটি ক্রিজে ছিলেন। কিন্তু নির্ধারিত ২০ ওভারে কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁতে পারেনি এই জুটি। যার ফলে ২৭ রানের জয় পায় মুম্বাই। রশিদ খান ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। দলের হয়ে ৩ উইকেট নেন আকাশ। ২টি করে উইকেট নেন পিয়ুশ এবং কুমার। ১ উইকেট নেন জেসন।
শুরুতে টসে জিতে বোলিং নেয় গুজরাত। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল মুম্বাই। রোহিত-ইশানের জুটিতে ৬১ রানের পার্টনারশিপ আসে। ৬ষ্ঠ ওভারে রশিদের জোড়া আঘাতে ফিরেন রোহিত(২৯) এবং ইশান(৩১)। নতুন করে নেহালকে নিয়ে জুটি গড়েন সূর্য। কিন্তু বেশিদূর আগায়নি এই জুটি। ৯ম ওভারে নেহাল (১৫) ফিরেন। নতুন করে বিনোদকে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন সূর্য। ১৬তম ওভারে বিনোদ ফিরেন ৩০ রানে। এরপর আর বড় কোন জুটি হয়নি। সূর্য ৪৯ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন। ২০ ওভার শেষে মুম্বাইয়ের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ২১৮ রান। দলের হয়ে ৪ উইকেট নেন রশিদ। ১ উইকেট নেন মোহিত।