বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ৩য় এবং শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৪ রানে পরাজিত করেছে বাংলাদেশ। যার ফলে ২-০তে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব দ্রুত ডোহেনীর উইকেট হারায় আয়ারল্যান্ড। নতুন করে বালবার্নিকে নিয়ে ১০৯ রানের জুটি গড়েন স্টার্লিং। ২৭তম ওভারে বালবার্নি ফিরেন ৭৮ বলে ৫৩ রান করে।
এরপর টেক্টরকে নিয়ে নতুন করে জুটি গড়েন স্টার্লিং। ৩১তম ওভারে স্টারলিং ফিরলে টাকারকে নিয়ে জুটি গড়েন টেক্টর। এই জুটিতে দলীয় সংগ্রহ ২শ’ পেরিয়ে যায়। ৪২তম ওভারে টেক্টর ফিরলে ছন্দপতন হয় আইরিশ শিবিরে। ক্যাম্ফার ফিরেন ১ রানে। ডকরেল ফিরেন ৩ রানে। টাকার ফিরেন ৫০ রানে।
এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ ওভারে হাসানের আঘাতে অ্যাডায়ের এবং ম্যাকব্রাইনের উইকেট হারায় আয়ারল্যান্ড। নির্ধারিত ৫০ওভার শেষে আয়ারল্যান্ড থামে ২৭০ রানে। ৪ রানে জয় পায় বাংলাদেশ। দলের হয়ে ৪ উইকেট নেন মুস্তাফিজ। ২ উইকেট নেন হাসান। ১টি করে উইকেট নেন এবাদত, মিরাজ এবং শান্ত।
শুরুতে ব্যাটিংয়ে নেমে রনির উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেট জুটিতে তামিম এবং শান্ত মিলে ৫৯ রানের ইনিংস খেলেন। শান্ত ফিরলে নতুন করে লিটনকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন তামিম। ২৪তম ওভারে লিটন ফিরেন ৩৫ রানের ইনিংস খেলে। ছন্দে থাকা হৃদয়ও ফিরেছেন ১৩ রান করে।
ষষ্ঠ উইকেট জুটিতে তামিম ও মুশফিক জুটি গড়ার চেষ্টা করে ব্যর্থ হন। ৮২বলে ৬৯ রান করে ফিরেন তামিম। এরপর মুশফিক-মিরাজ ৭৫ রানের জুটি গড়েন। যদিও এরপর দুজনেই ফিরেছেন পরপর৷ মুশফিক ৪৫ রান এবং মিরাজের ৩৭ রানের ইনিংস খেলেন।
দলের হয়ে চারটি উইকেট নেন মার্ক অ্যাডায়ের। অ্যান্ডি ম্যাকব্রাইন ও জর্জ ডকরেল দুটি করে উইকেট নেন। ক্রেগ ইয়ং নেন একটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ
বাংলাদেশ: ২৭৪/১০ (৪৮.৫ ওভার)
তামিম ৬৯, মুশফিক ৪৫
মার্ক ৪/৪০
আয়ারল্যান্ড: ২৭০/৯ (৫০ ওভার)
স্টারলিং ৬০, টাকার ৫০
মুস্তাফিজ ৪/৪৪