চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৭৭ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে চেন্নাই। এর সাথে গুজরাতের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস।
লিগের শুরু থেকেই ছন্দে ছিল চেন্নাই। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে চেন্নাই।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নার ব্যতীত আর কেউ ক্রিজে দাঁড়াতে পারেননি৷ ফলে ২০ ওভারে দিল্লির রানের চাকা থামে ৯ উইকেটে ১৪৬ রানে। ৫৮ বলে ৮৬ রান করেন ওয়ার্নার। চেন্নাইয়ের দীপক চাহার সর্বোচ্চ তিনটি, মাহিশ থিকশানা ও মাথিশা পাথিরানা নেন দুটি করে উইকেট।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই৷ ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১৪১ রানের পার্টনারশিপ আসে। ৫০ বলে ৭৯ রান করে ফেরেন ঋতুরাজ।
শতকের কাছাকাছি গিয়েও শতক মিস করেছেন কনওয়ে। ৫২ বলে ৮৭ রান করেন তিনি। এরপর শিভাম দুবে (২২) ও রবীন্দ্র জাদেজার (২০) কার্যকরী ইনিংসে ৩ উইকেটে ২২৩ রানের বড় সংগ্রহ পায় চেন্নাই।
দিল্লির হয়ে একটি করে উইকেট শিকার করেন খলিল আহমেদ, আনরিখ নরকিয়া ও চেতন সাকারিয়া।
এর সাথেই ১৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শেষ হলো দিল্লির আইপিএল আসর।