সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে পরাজিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। ৩য় ওভারে ইশান (১৪) ফিরেন। ২য় উইকেট জুটিতে রোহিত এবং গ্রীন মিলে ১২৮ রানের পার্টনারশিপ গড়েন৷ ১৪তম ওভারে রোহিত ফিরেন। রোহিত ৩৭ বলে ৫৬ রান করেন।
এরপর গ্রীন এবং সূর্য মিলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৪৭ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন গ্রীন। ২ওভার হাতে রেখেই জয় তুলে নেয় মুম্বাই। দলের হয়ে ১টি করে উইকেট নেন মায়াঙ্ক এবং ভুবনেশ্বর।
এর আগে টসে জিতে হায়দরাবাদকে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই। ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করেছে হায়দরাবাদ। শর্মা-মায়াঙ্ক জুটিতে ১৪০ রানের পার্টনারশিপ আসে। ১৪তম ওভারে শর্মা ফিরেন। ৪৭ বলে ৬৯ রান করেন শর্মা।
নতুন করে কালাসেনকে নিয়ে জুটি গড়েন মায়াঙ্ক। এই জুটিতে মাত্র ৩৪ রানের পার্টনারশিপ আসে৷ ১৭তম ওভারে মায়াঙ্ক ফিরলে কিছুটা চাপে পড়ে যায় সানরাইজার্স। ৪৬ বলে ৮৩ রান করেন মায়াঙ্ক।
এরপর আরও ৩ উইকেট হারায় হায়দরাবাদ। গ্লেন ফিলিপস (১), কালাসেন (১৮) এবং ব্রুক (০) ফিরেন। ২০ ওভার শেষে হায়দরাবাদের ইনিংস থামে ৫ উইকেট হারিয়ে ২০০ রানে। দলের হয়ে ৪ উইকেট নেন আকাশ। ১টি উইকেট নেন জর্ডান।