ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিশিয়াল টেস্টে ফলো অনে পড়েও শেষ পর্যন্ত ড্র করেছিল বাংলাদেশ ‘এ’ দল। সেই ম্যাচে ভালোই করেছিলেন জাকের আলী। কিন্তু চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। তার সাথে ছিটকে গেছেন পেসার রেজাউর রহমান রাজাও। দুজনের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার ইরফান শুক্কুর ও পেসার খালেদ আহমেদ।
মঙ্গলবার (২৩ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২য় মাঠে দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে। নেট ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছেন জাকের। তাই ঝুঁকি এড়াতে তাকে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিসিবি থেকে এক বিজ্ঞপ্তিতে টিম ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানিয়েছেন, ৪৮ ঘণ্টা মেডিকেল টিমের পর্যবেক্ষণে রাখা হবে তাকে। এরপরই তাকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
রাজাও প্রথম টেস্টেই হ্যামস্ট্রিংয়ের চোট পান। সেই সাথে অনুশীলনে মাথায় আঘাত পাওয়াতে তাকেও সরিয়ে নেওয়া হয়েছে। ঢাকায় ফেরার পর তাকে এমআরআই করানো হবে।
দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের জন্য স্কোয়াড:
আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন, নাঈম হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, খালেদ আহমেদ, তানজিম হাসান, রিপন মণ্ডল।