Google search engine

জহুর আহমেদে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। বৃষ্টির বারংবার হানা দেওয়ায় ম্যাচ মাঝে বেশি কিছু সময় বন্ধ ছিলো। প্রথম টি-২০তে জয়লাভ করে ১-০তে এগিয়ে গেলো বাংলাদেশ।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১০ রানে লিটন ফিরে যান। এরপর শান্তকে নিয়ে জুটি গড়েন তামিম। এই জুটিতে আগাতে থাকে বাংলাদেশ। মাঝে বৃষ্টি বারবার হানা দিলেও ম্যাচ বাংলাদেশের পক্ষে ছিলো। তামিমের ব্যাটে অর্ধশতক আসে। বাংলাদেশ ২৮ বল হাতে রেখেই ৮ উইকেটে জয় পায়।

এর আগে শুক্রবার টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। বোলিং করতে এসে প্রথম আঘাত হানেন মাহদী। দ্বিতীয় ওভারে ক্রেইগ আরভীনকে শূন্য রানে বোল্ড করে ফেরান তিনি। এরপর কিছু সময় ধরে রাখলেও দলীয় ৩৬ রানে গাম্ভী ফিরেন। পরের ওভারে ব্রায়ান এবং রাজা পরপর ফিরেন। পরবর্তী ওভারে আবারও তাসকিনের আঘাত পরপর ফিরেন উইলিয়ামস এবং বার্ল। খানিকবাদে আরও একটি উইকেট হারায় জিম্বাবুয়ে।

৭ উইকেট হারিয়ে তখন দলীয় সংগ্রহ কেবলমাত্র ৪১ রান। ৮ম উইকেটে মাসাকাদজাকে নিয়ে ক্লাইভ জুটি গড়েন। এই জুটিতে দলীয় সংগ্রহ শতকের ঘর পেরোয়। যদিও এরপর ১২৪ রান নিতে গিয়ে বাকি ৩টি উইকেটও হারায় জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১২৪ রান। ম্যাচ জিতলে হলে বাংলাদেশকে ১২৫ রানের লক্ষ্যে লড়তে হবে।

দলের হয়ে ৩টি করে উইকেট নেন তাসকিন এবং সাইফুদ্দিন। ২টি উইকেট নেন মাহদী।

Google search engine