আসন্ন ভারতের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ নারী দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে নেই জাহানারা আলম এবং রোমানা আহমেদ।
আগামী ২ জুলাই থেকে ভারত ও বাংলাদেশ নারী দলের মধ্যকার সিরিজটি শুরু হবে। এই সিরিজে ৩ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টি-২০ খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে।
টি-২০ ম্যাচ তিনটি ৯,১১ এবং ১৩ জুলাই অনুষ্ঠিত হবে। এবং ওয়ানডে তিনটি ১৬, ১৯ এবং ২২ জুলাই অনুষ্ঠিত হবে। আগামী ১ জুলাই থেকে ক্যাম্প শুরু হবে।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানি, রিতু মনি, সালমা খাতুন, শামিমা সুলতানা, ফারজানা হক পিংকি এবং ফাহিমা খাতুন।