বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আফগানিস্তান দল এখন চট্টগ্রামে অবস্থান করছে। টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে সিলেটে। ২ম্যাচের টি-২০ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানরা।
ঘোষিত দলটির নেতৃত্ব দিবেন রশিদ খান। দলে আরও আছেন করিম জানাত, মোহাম্মদ নবী, রহমানউল্লাহ গুরবাজ, মুজিবুর রহমানরা।
আগামী ১৪ ও ১৬ জুলাই ম্যাচ দুটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা।
টি-২০ সিরিজের জন্য দু’দলের ঘোষিত স্কোয়াড:
বাংলাদেশ: সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, লিটন দাস, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটওয়ারি, মেহেদী মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিসাদ হোসেন ও আফিফ হোসেন।
আফগানিস্তান: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, ইবরাহিম জাদরান, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, সেদিও আতাল, করিম জানাত, আজমতউল্লাহ উমরজাই, ফজলহক ফারুকি, নাভিন উল হক, ওয়াফাদার মোমান্দ, ফরিদ মালিক, নুর আহমেদ, মুজিবুর রহমান।