Google search engine

সারা সময় জুড়ে বেরসিক বৃষ্টির নাটকীয়তায় প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১৭ রানে হারিয়েছে আফগানিস্তান। যার ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষপর্যন্ত ১৬৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। যদিও বৃষ্টি আইনে আফগানদের লক্ষ্য দাঁড়ায় ১৬৪ রান।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২১.৪ ওভারে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৮৩ রান। এরপর আবারও বেরসিক বৃষ্টি হানা দেয়। এরপর আর খেলা হয়নি। বৃষ্টি আইনে আফগানিস্তান জয় পায়। বৃষ্টির আগে বেশ দুর্দান্ত খেলেছে আফগানরা। ওপেনিং জুটিতে এসেছে ৫৪ রানের ইনিংস। সাকিব প্রথম উইকেটটি নিয়ে ব্রেক থ্রু এনে দেওয়ার পর রহমত শাহকেও থিতু হতে দেননি তাসকিন। বাংলাদেশ লড়াইয়ে ফিরলেও বৃষ্টি হানা দেওয়াতে সেখানেই থেমেছে ম্যাচ।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও তামিম ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি। তামিম ফেরার পর ম্যাচে ফেরার চেষ্টা করে লিটন-শান্ত। কিন্তু দুর্ভাগ্য ৬৫ রান যেতে না যেতেই প্রথমে লিটন, এর খানিকবাদে শান্ত ফিরেন। সাকিব ক্রিজে আসলে সাকিব-হৃদয় জুটি আবারও সম্ভাবনা দেখাতে থাকেন। কিন্তু এবারও যেন ভাগ্য বিফলে। সাকিব ফিরেন দ্রুতই। একই পথে হেঁটেছেন মুশফিকও।

মাঝে বাদ পড়ার পর দলে ফিরেও নিজের নামের সুবিচার করতে পারেননি আফিফ। হৃদয়কে কিছু সময় সঙ্গ দিয়ে ফিরেছেন মিরাজও। রান আসেনি খুব একটা তাসকিনের ব্যাটেও। কেবলমাত্র হৃদয় পঞ্চাশের ঘর পেরিয়েছেন। সবশেষে ৪৩ ওভারে ১৬৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here