এবারের এশিয়া কাপ পাকিস্তান এবং শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হবে। মূল সূচি এখনও প্রকাশিত হয়নি। তবে খসড়া সূচি পেয়েছে এসিসি। আর ক্রিকইনফো সেই সূচি প্রকাশ করেছে। খসড়া সূচিতে জানা গেছে, পাকিস্তানের মাটিতে দুটি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ।
এশিয়াকাপের ১৩টি ম্যাচের মাঝে পাকিস্তানে ৪টি এবং বাকি ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। এর মধ্যে বাংলাদেশের গ্রুপ পর্বের একটি ম্যাচ
পাকিস্তানে হবে।
লাহোরে গ্রুপ পর্বের ম্যাচটিতে আগামী ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের আরেক ম্যাচে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের ম্যাচটি সম্ভাব্য শ্রীলঙ্কায় হতে পারে।
আর বাংলাদেশ সুপার ফোরে জায়গা করে নিলে সুপার ফোরের একটি ম্যাচ পাকিস্তানে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বাংলাদেশের পরিবর্তে গ্রুপ বি থেকে আফগানিস্তান উঠে তবে আফগানিস্তান পাকিস্তানের মাটিতে খেলবে।
বি গ্রুপের শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি পাকিস্তানে হবে। এই ম্যাচটি ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আর ভারত-পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। ‘এ’ গ্রুপের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ অনুষ্ঠিত হবে ২ সেপ্টেম্বর।
দুটি দলই যদি সুপার ফোরে ওঠে তবে ১০ সেপ্টেম্বর একই ভেন্যুতে আবারও মুখোমুখি হবে দু’দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচটিও পাকিস্তানে অনুষ্ঠিত হবে। ৩০ আগস্ট স্বাগতিক পাকিস্তান এবং নেপালের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এই বছরের এশিয়া কাপ।