Google search engine

আজ থেকে চট্টগ্রামে শুরু হয়েছে ইন্দো-বাংলা বধির ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩। এক ম্যাচের ওয়ানডে এবং ২ম্যাচের টি-২০ সিরিজ নিয়ে ১০-১৩ নভেম্বর পর্যন্ত সিরিজটি চলমান থাকবে। ওপাড় বাংলা থেকে আসা পশ্চিমবঙ্গ বধির টিমের সাথে খেলছে চট্টগ্রাম বধির টিম।

চট্টগ্রাম বিভাগীয় শ্রবণ প্রতিবন্ধী এসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের একমাত্র ওয়ানডে ম্যাচটি আজ (১০ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, সাগরিকায় অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বধির টিমকে ১৭৬ রানের ব্যবধানে পরাজিত করেছে পশ্চিমবঙ্গ বধির টিম।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোটামুটি শুরু করলেও ইনিংস বেশিক্ষণ আগায়নি চট্টগ্রামের। অর্ধশতকের আগেই ওপেনিং জুটি ভেঙেছে চট্টগ্রামের। এরপর বারংবার জুটি গড়তে চেয়েও ব্যর্থ হন চট্টগ্রামের ব্যাটাররা। একজন বাদে কেউ বিশের উপরে যেতে পারেননি। সবশেষে ১১৪ রানেই থেমেছে চট্টগ্রামের ইনিংস। পশ্চিমবঙ্গ ১৭৬ রানে জয় পায়। পশ্চিমবঙ্গের হয়ে স্বপ্তর্ষি সর্বোচ্চ ৪টি উইকেট নেন।

শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে যায় সফরকারী দল। ব্যাটিংয়ে নেমে দলকে ভালো শুরু এনে দেন ওপেনিং জুটি। দুজনের ব্যাটে অর্ধশতক আসে। অধিনায়ক পিনাকি সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন। আরেক ওপেনার শুভ্রজ্যোতি ৫৫ রানের ইনিংস খেলেন। সেই সাথে ইন্দ্রনীলের ৩২ রানের ক্যামিও ইনিংস এবং শেষ দিকে সুজিতের ৬৮ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ২৯০ রানের বড় সংগ্রহ পায় পশ্চিমবঙ্গ বধির ক্রিকেট টিম।

চট্টগ্রামের হয়ে পলাশ সর্বোচ্চ ২টি উইকেট নেন। বাকিরা ১টি করে উইকেট নিয়েছেন।

উল্লেখ্য, টি-২০ ম্যাচ দুটো যথাক্রমে ১২ এবং ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here