Google search engine

হোবার্টের বেলেরীভ ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শততম টি-২০ খেলছেন ওয়ার্নার। তৃতীয় খেলোয়াড় হিসেবে সব ফরম্যাটেই ১০০ ম্যাচ করে খেলার মাইলফলক অতিক্রম করেছেন ওয়ার্নার।

ওয়ার্নারের সাথে এই তালিকায় আরো আছেন রস টেইলর এবং বিরাট কোহলি। রস টেইলর খেলেছেন ১১২ টেস্ট, ২৩৬ ওয়ানডে এবং ১০২ টি-২০ ম্যাচ। কোহলি খেলেছেন ১১৩ টেস্ট, ২৯২ ওয়ানডে এবং ১১৭ টি-২০ ম্যাচ। ওয়ার্নার খেলেছেন ১১২ টেস্ট, ১৬১ ওয়ানডে এবং ১০০ টি-২০।

নিজের শততম টেস্টে দ্বি-শতক করেন ওয়ার্নার। শততম ওয়ানডেতে করেছিলেন শতক। আর শততম টি-২০তেও খেলেছেন ৭০ রানের একটি ইনিংস।

ক্যারিয়ারে ১১২টি টেস্টে ৮৭৮৬ রান, ১৬১ ওয়ানডেতে ৬৯৩২ রান এবং ১০০ টি-২০ তে ২৮৯৪ রান করেছেন ওয়ার্নার। যেখানে তিন ফরম্যাটে তার ৪৯টি শতক এবং ৯৪টি অর্ধশত রানের ইনিংস রয়েছে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here