চট্টগ্রামের সাথে ৭ উইকেটের জয় নিয়ে কোয়ালিফায়ারে বরিশাল। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ব্যর্থতার পর বোলিংয়েও চট্টগ্রামের ভরাডুবি।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। ব্যাট করতে নেমে নির্ধারিত সময়ে ১৩৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে ১৪.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সৌম্যর উইকেট হারায় বরিশাল। এরপর মায়ার্সকে নিয়ে এগিয়ে নেন তামিম ইকবাল।
অর্ধশতকের ইনিংস খেলে মায়াস ফিরলে ডেভিড মিলার আসেন। মিলারও কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন। যদিও বেশিদূর টিকেননি। মিলার ফিরলেও তামিম একপ্রান্ত আগলে রাখেন। অপরাজিত অর্ধশত রানোর ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তামিম।
এই জয়ের সাথেই কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে তামিমের দল ফরচুন বরিশাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে বরিশালের মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল।