আগামী মাসে অস্ট্রেলিয়া নারী দল বাংলাদেশ সফরে আসবে। ইতিমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষণা করেছে। এই দলে ফিরেছেন ইনজুরি থেকে ফেরা টাইলা ভ্লাইমিঙ্ক। বাদ পড়েছেন অলরাউন্ডার জেস জোনাসেন।
অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনেক্স, বেথ মুনি, অ্যালিসা পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, টায়লা ভ্লাইমিঙ্ক।
এই ট্যুরটি বিশেষত আসন্ন সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া দলের দুর্বলতা খুঁজে বের করে প্রস্তুতি নেওয়ার জন্য।
বাংলাদেশের বিপক্ষে দুই সপ্তাহের এই সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ খেলবে অজিরা। সিরিজের সময়সূচী এখনও চূড়ান্ত হয়নি। তবে আশা করা যাচ্ছে, ২১ মার্চ এবং ৪ এপ্রিল এর মধ্যে ওয়ানডে সিরিজটি হতে পারে। যেটি মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে ম্যাচগুলো আইসিসি ওম্যান’স চ্যাম্পিয়নশীপের অংশ এবং যা ২০২৫ সালে ভারতে হতে যাওয়া নারী ক্রিকেট বিশ্বকাপে সরাসরি জায়গা করে দিবে।