স্বপ্ন সবাই দেখে। তবে স্বপ্ন পূরণ হয় গুটি কয়েকের। প্রথম সবকিছুই আলাদা মাহাত্ম্য বহন করে। আর প্রথম জয় তাই সবসময় সোনালী ফ্রেমে বাঁধা থাকে। ক্রিকেট আয়ারল্যান্ড আজ শুক্রবার ( ১মার্চ) আফগানিস্তানের বিপক্ষে তাদের প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে।
আবুধাবির টোলারেন্স ওভালে সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানকে ৬ উইকেটে পরাজিত করেছে আয়ারল্যান্ড। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই টেস্টে শুরুতে আফগানিস্তান টসে জিতে ব্যাটিংয়ে যায়।
ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি আফগানরা। ইবরাহিম জাদরানের ৫৩ এবং করিম জানাতের ৪১ রানে ভর করে প্রথম ইনিংসে ১৫৫ রানের সংগ্রহ পায় আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে ১০৮ রানের লিডে থেকে প্রথম ইনিংস শেষ করে আয়ারল্যান্ড।
আফগানরা দ্বিতীয় ইনিংসে ১১১ রানের লক্ষ্য দেয় আইরিশদের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আইরিশরা অ্যান্ড্রু বালবার্নির অর্ধশতকে যে লক্ষ্য সহজেই অতিক্রম করে। এবং নিজেদের প্রথম টেস্ট জয়ের স্বাদ পায়।
আইরিশদের হয়ে মার্ক অ্যাডায়ের এবং আফগানদের হয়ে জিয়া উর রহমান ১টি করে ফাইফার নেন।