বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লাকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নিয়েছে বরিশাল। যার ফলে ট্রফির দুঃখ ঘুচলো বরিশালের। এরই সাথে পর্দা নামলো বিপিএলের।
শুক্রবার টসে জিতে ফিল্ডিং নেয় বরিশাল। ব্যাটিংয়ে নেমে বরিশালকে ১৫৪ রানের লক্ষ্য দেয় কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বরিশাল। শিরোপা দল হিসেবে দুই কোটি টাকার প্রাইজমানি পেয়েছে বরিশাল।
পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তামিম৷ এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তামিম। ৪৯২ রান করে টুর্নামেন্ট সেরা হওয়ার পাশাপাশি সেরা রান সংগ্রাহক হয়েছেন তিনি। টুর্নামেন্ট সেরা হিসেবে পেয়েছেন ১০লাখ টাকা। এবং সেরা রাস সংগ্রাহক হিসেবে পেয়েছেন ৫ লাখ টাকা।
ফাইনাল ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন কাইল মেয়ার্স। তিনি পেয়েছেন ৫ লাখ টাকা। টুর্নামেন্টে দৃষ্টিনন্দন ফিল্ডিং করে সেরা ফিল্ডার হয়েছেন নাঈম শেখ। তিনি পেয়েছেন ৩লাখ টাকা। ২২টি উইকেট নিয়ে সেরা উইকেট সংগ্রাহক হয়েছেন শরিফুল ইসলাম। তিনি পেয়েছেন ৫লাখ টাকা।এবারের আসরের রানার্সআপ দল পেয়েছে এক কোটি টাকা।
জমকালো আসর শেষ হলো এরই মাধ্যমে। রেখে গেছে স্মৃতি।