Google search engine

আইপিএলের গত আসরে জেসন রয় কলকাতার হয়ে খেলেছিলেন। এবারের আসরে তার স্থলে ফিল সল্টকল দলে ভিড়িয়েছে কলকাতা।

গত আসরে জেসন রয় আসরে ৮ ম্যাচে ২৮৫ রান করেছিলেন। তাই এবারও কলকাতার বিশেষ নজর ছিলো তার দিকে। তবে ব্যক্তিগত কারণে এই আসরে থাকছেন না রয়। রয়ের বিকল্প হিসেবে ফিল সল্টকে নিয়েছে দলটি।

গত আসরে সল্ট দিল্লি ক্যাপিটালসে খেলোছিলেন। আসর শেষে তিনি ফ্র্যাঞ্চাইজি থেকে মুক্ত হন। এরপর নিলামে অবিক্রিত ছিলেন সল্ট। নিলামে থাকা ভিত্তিমূল্য ১.৫ কোটিতেই তাকে দলে নিয়েছে কলকাতা।

দিল্লি ক্যাপিটালসের হয়ে ৯ ম্যাচে ২১৮ রান করেন। যদিও প্লে অফের আগেই বিদায় নেয় তার দল। এবার নতুনভাবে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ২২ মার্চ পর্দা উঠছে আইপিএলের। সল্ট বর্তমানে বেশ ফর্মে আছেন। সে হিসেবে খুব একটা বোধহয় খারাপ হবেনা কলকাতার জন্য।

Google search engine