বাংলাদেশ জাতীয় দলের স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচের দায়িত্ব পেয়েছেন নাথান কিলি। ট্রেনার নিক লি যাওয়ার পর নতুন কাউকে খুঁজছিলো বিসিবি। নাথান কিলি পূর্বে নিউ সাউথওয়েলসে ছিলেন।
আগামী দু’বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে। ক্রিকেটারদের ফিটনেসের দায়িত্বে থাকবেন তিনি। চলতি বছরের ১৫ এপ্রিল থেকে চুক্তির মেয়াদ শুরু হবে অস্ট্রেলিয়ান এই কোচের। এক বিবৃতিতে বিসিবি এই খবর নিশ্চিত করেন।
অস্ট্রেলিয়ার স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং অ্যাসোসিয়েশন থেকে লেভেল-২ সনদ নিয়েছেন নাথান। বিভিন্ন পেশাদার লীগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত নিউ সাউথ ওয়েলসের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন তিনি।
ঐছাড়াও নাথান এনএসডব্লিউ পাথওয়েস, এনএসডব্লিউ ব্লু এবং নারী বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ছিলেন তিনি। ২০১৭-২০১৮ সাল পর্যন্ত রজার ফেব্রিস স্পিড অ্যান্ড অ্যাগিলিটি একাডেমির স্পিড অ্যান্ড অ্যাগিলিটি ছিলেন নাথান।
সবমিলিয়ে বেশ অভিজ্ঞতা নিশেই আসছেন তিনি এমনটা অনুধাবন করা যায়। শ্রীলঙ্কা সিরিজে না থাকলে জিম্বাবুয়ে সিরিজে থাকবেন তিনি।