আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে ২০ রানে পরাজিত করেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসের দেওয়া ২০৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে রোহিতের শতকেও শেষ রক্ষা হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের।
বল হাতে মুস্তাফিজের দিনটি আজ ভালো যায়নি। ৪ ওভারে ৫৫ রান দিয়ে মাত্র ১টি উইকেট তুলে নিয়েছেন। খরুচে বোলিং না করলে হয়ত ম্যাচ টা আরও আগে শেষ হতে পারতো। তবে সবকিছুর উর্ধ্বে গিয়ে পাথিরানাই বেশ কম রান দিয়ে তুলে নিয়েছেন ৪ টি উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পুরো ইনিংস একাই টেনে নিয়ে গেছেন রোহিত। রোহিতের দুর্দান্ত শতকেও আজ রক্ষা পায়নি মুম্বাই। এ বাদে তিলকবর্মার ৩১ রান বাদে বাকিরা বলার মতো রান পায়নি। সবশেষে ১৮৬ রানেই থেমেছে মুম্বাইয়ের ইনিংস। এদিন পাথিরানা একাই ৪ উইকেট নিয়ে বিপক্ষ দলের শিবির ধ্বসে দিয়েছেন। চেন্নাই ২০ রানে জয় পায়।
সোমবার টসে জিতে ফিল্ডিং নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানে প্রথম উইকেট হারায় চেন্নাই। তবে এরপর ঘুরে দাঁড়ায় চেন্নাই। অধিনায়ক ঋতুরাজের ৬৯ রান এবং শিভম দুবের ৬৬ রানের ইনিংসে ২০৬ রানের সংগ্রহ পায় চেন্নাই। হার্দিক ২ উইকেট নেন। কোয়েতজে এবং গোপাল নেন ১টি করে উইকেট।