জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে। তিন ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
চোটের জন্য সাইফুদ্দিন বেশ অনেকদিন যাবৎ দলে নেই। চোট কাটিয়ে বিপিএলে ফিরেই বাজিমাত করেছেন। ডিপিএলেও খেলছেন নিয়মিত। এবার জাতীয় দলেও ফিরতে চলেছেন।
১৫ সদস্যবিশিষ্ট দলে ফিরেছেন আফিফ হোসেনও। ডিপিএলে ভালো করাতে তাকে দলে ফেরানো হয়েছে। সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমনও। প্রথমবারের মত টি-২০তে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাকি দুটো শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩ মে মাঠের লড়াই শুরু হবে। চট্টগ্রামে বাকি ২ ম্যাচ হবে ৫ মে ও ৭ মে। শেষ দুটো টি-২০ মিরপুরে ১০ ও ১২ মে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের ১৫ সদস্যবিশিষ্ট দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসাইন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসাইন ও মোহাম্মদ সাইফউদ্দিন।