Google search engine

সিলেটে ভারতের বিপক্ষে প্রথম টি-২০তে ৪৫ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ভারতের দেওয়া ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০১ রানেই থেমেছে বাংলাদেশের ইনিংস।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। উইকেট যাওয়ার মিছিলে কেবল ব্যাতিক্রম ছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৪৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন জ্যোতি। বাংলাদেশের ইনিংস থামে ১০১ রানে। ৪৫ রানে জয় পায় ভারত। দলের হয়ে ৩ উইকেট নেন রেণুকা, ২ উইকেট নেন পুজা, ১টি করে উইকেট নেন শ্রেয়াঙ্কা, দিপ্তী এবং রাধা।

শুরুতে টসে জিতে ব্যাটিং নেয় ভারত। ব্যাটিংয়ে নেমে স্মৃতিটা সুখকর হয়নি ভারতের। দ্রুতই মান্দানার উইকেট হারায় ভারত৷ দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করলেও বেশিদূর আগায়নি জুটি। শেফালীর ৩১, ভাটিয়ার ৩৬ এবং হারমানপ্রীতের ৩০ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৪৫ রানে থামে ভারতের ইনিংস। দলের হয়ে ৩টি উইকেট নেন রাবেয়া। ২ উইকেট নেন মারুফা। ১টি করে উইকেট নেন ফারিহা এবং ফাহিমা।

Google search engine